সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভাঙ্গায় ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের  মতবিনিময়  

ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি

ভাঙ্গায় ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের  মতবিনিময়  

ফরিদপুরের ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ইউএনও মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি)  মেশকাতুল জান্নাত রাবেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে, সমাজে সব ধরনের অনাচার, অবিচারসহ বিভিন্ন বৈষম্য দূরীকরণের আহ্বান জানান। 

এ সময় তাকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান, হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান, স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসির জোবায়ের, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, বীর মুক্তিযোদ্ধাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টিএইচ