বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভাঙ্গায় মোটরসাইকেল চাপায় মা-মেয়ে নিহত

ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গায় মোটরসাইকেল চাপায় মা-মেয়ে নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের চাপায় সাজেদা বেগম ও মেয়ে আছিয়া আক্তার নামে মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা নিহত হন। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর ভবনের পশ্চিম পাশে কুটিবাড়ি চরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ভাঙ্গা পৌরসভা এলাকার কুটিবাড়ি চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার মা ও মেয়ে মনসুরাবাদ গুচ্ছগ্রামে এক আত্মীয়কে দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সামনে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। মুনসুরাবাদ থেকে ভাঙার উদ্দেশে একটি সুজুকি কোম্পানির মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে মা-মেয়েকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মা সাজেদা বেগম রাতে মারা যান। মেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই এমএ নোমান জানান, মোটরসাইকেল চাপায় মা-মেয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছেন। চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

টিএইচ