সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুরায় তেলবাহী লরিচাপায় স্কুলছাত্রী নিহত

পাবনা প্রতিনিধি

ভাঙ্গুরায় তেলবাহী লরিচাপায় স্কুলছাত্রী নিহত

পাবনার ভাঙ্গুরা রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবিদা সুলতানা আন্না (৫) নামক এক শিক্ষার্থী তেলবাহী লরি চাপা দেয়। আবিদা সুলতানা আন্না ঘটনাস্থলে মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রাক প্রাথমিকে পড়ুয়া আবিদা সুলতানা আন্না ছুটি শেষে দ্রুত বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কে উঠে পড়ে এমন সময় দ্রুতগামী তেলবাহী লরি তাকে চাপা দেয়।

প্রধান শিক্ষিকা মাফরুদা খাতুন বলেন, আবিদা সুলতানা আন্না প্রাক প্রাথমিকে পড়াশোনা করে। ছুটি হলে দ্রুত স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে উঠলে তেলের লরি চাপা দেয়। তাৎক্ষণিক খবর পেয়ে ইউএনও, সেনাবাহিনী এবং ভাঙ্গুরা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ভাঙ্গুড়া ইউএনও মোছা. নাজমুন নাহার বলেন, চালকসহ ইটবাহী লরিটি আটক রাখা হয়েছে। সার্বিক বিষয়টি পুলিশ দেখছে।

টিএইচ