সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমান 

পাবনা প্রতিনিধি

ভাঙ্গুরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমান 

পাবনার ভাঙ্গুরায় বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে দুই হোটেলকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি। 

ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলে বাসি খাবার ফ্রিজে  সংরক্ষণ ও আসবাবপত্রে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলের স্বত্বাধিকার মনিরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা ও একই কারণে শরতনগর বাজারে আল্লাহ ভরসা হোটেলের স্বত্বাধিকার আ. আলীমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 ভাঙ্গুরা থানা পুলিশ গ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি বলেন, সতর্কতামূলক শাস্তি স্বরূপ অর্থদণ্ড করা হয়েছে। পরবর্তীতে এমন অপরাধমূলক কর্মকান্ড করলে জরিমানাসহ কঠোর শাস্তি প্রদান করা হবে।

টিএইচ