বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুড়ার নবনির্বচিত মেয়রের প্রথম কার্যদিবস

পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ার নবনির্বচিত মেয়রের প্রথম কার্যদিবস

আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করলেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নবনির্বাচিত মেয়র  আজাদ খান। সোমবার (১ জুলাই) পৌর ভবনে নিজ কার্যালয়ে এসে কাজ শুরু করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা, সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

কার্যালয়ে প্রবেশ করেই চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মেয়র। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মেয়র আজাদ খান জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করবেন জানিয়ে বলেন, চলমান উন্নয়নকাজের মধ্যে  প্রকল্পের কাজ শেষ করতে চান। 

এ সময় উপস্থিত ছিলেন আ.লীগের ভাঙ্গুরা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, জাকির হোসেন, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল, জেলা কমিটি সদস্য আসলাম আলী প্রাক্তন সভাপতি আবদুল জব্বার থানাসহ পৌর আ.লীগ যুবলীগ ছাত্রলীগ নেতারা। 

টিএইচ