সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুড়ায় রেলের জায়গা ভরাট করার অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়ায় রেলের জায়গা ভরাট করার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে রেলের জায়গা ভরাট করার অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের পাশে রেলগেটের সংলগ্ন প্রায় ৬৬ শতাংশ জায়গা ভরাট করছেন তিনি। 

জানা যায়, ঈশ্বরদী-জয়দেবপুর রুটে ভাঙ্গুড়া উপজেলায় প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার রেললাইনের উভয় পাশে রয়েছে কয়েক শত বিঘা আবাদি জমি ও খাল। 

তৎকালীন সময় থেকে স্থানীয় বাসিন্দারা এসব রেলের জায়গা ভোগদখল করছে। অনেকে অবৈধভাবে রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব জমি খনন করে পুকুর নির্মাণ করেছেন। কেউ কেউ আবার রেলের খাল ভরাট করে ভবন নির্মাণ করেছে। 

নির্মিত এসব ভবন গ্রামাঞ্চলে হয়েছে আবাসিক এবং শহরে হয়েছে বিপণী বিতান। সমপ্রতি উপজেলা পরিষদের পাশে রেললাইনের পাশের নিচু জায়গা মাটি ফেলে ভরাট করছে ওই প্রভাবশালী ব্যক্তি।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ থেকে শরৎনগর রেলস্টেশন পর্যন্ত এক কিলোমিটার রেল লাইনের দুপাশে শতাধিক বিঘা জমি চাষবাস করছে স্থানীয় বাসিন্দারা। এতে ওই ব্যক্তি প্রায় দুই বিঘা নিচু জায়গায় রেলের অনুমতি না নিয়ে মাটি ফেলে ভরাট করছে। এই স্টেশনের পাশে অনেকেই জায়গা দখল করে আরসিসি ভিত দিয়ে বাউন্ডারি নির্মাণ করেছেন।

এবিষয়ে স্থানীয়রা বলেন, আমাদের বসবাস করার কোন জায়গা না থাকায় আমরা অস্থায়ী ঘর নির্মাণ করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি। 

মাটি ভরাটের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বলেন, রেলের জমি হলেও নিচু, তাই ভরাট করছি। এ বিষয়ে রেলের অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, রেল লাইনের পাশে মাটি ফেলার বিষয়টি লক্ষ্য করেছি। কিন্তু এটা রেলের জায়গা কিনা জানা নেই। 
 রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

টিএইচ