সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভাণ্ডারিয়ায় পানি সম্পদ সচিবের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভাণ্ডারিয়ায় পানি সম্পদ সচিবের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত শনিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান পৌরসভার মিয়া বাড়ি সংলগ্ন মুচির খাল পুনঃখননের কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনার আওতায় ১দশমিক ৬২ কি.মি. মুচির খালের দু’পারে স্লোপ প্রতিরক্ষা, ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধনের কাজ এবং পুনঃখননের কাজ পরিদর্শ শেষে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। 

এ সময় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, নির্বাহী প্রকৌশলী (পাউবি) মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া-ভাণ্ডারিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, মোয়াজ্জেম হোসেন নিউটন মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা স্থানীয় উপকারভোগীরা উপস্থিতছিলেন।

মো. ইউনুস এণ্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ১ দশমিক ৪৫০ কি. মিটার অংশের খাল পুনঃখনন, ২ টি আরসিসি সিঁড়ি নির্মাণ ও খালের তীরে ৬ টি বেঞ্চ নির্মাণে প্রাক্কলিত মূল্য ৬৭.০৪ লাখ টাকা এবং ১দশমিক ৬২ কি.মি. মুচির খালের দু’পারে স্লোপ প্রতিরক্ষা, ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধনের প্রাক্কলিত মূল্য ৪১৪.৬৭ টাকা।

টিএইচ