শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন 

ভাণ্ডারিয়া (পিরোজপুর ) প্রতিনিধি

ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বুধবার (০৫ জুন) বিদ্যুতকর্মীরা এসে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

এতে ১০০ শয্যার হাসপাতালটি বিদ্যুতহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে হাসপাতালে ভর্তিকৃত রোগি ও চিকিৎসকরা চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া পানি সরবরাহ বন্ধসহ হিমায়িত ভ্যাকসিন ওষুধ সংরক্ষণ সংকট সৃষ্টি হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানাগেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ আওতায় ১০০ শয্যার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দের অর্থ সংকটের কারণে ২১ লাখ ৬৪ হাজার ৭৬৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ দফায় দফায় বকেয়া বিলের তাগা নোটিশ দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যার্থ হয়। ফলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। 

 বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী মো. রিয়াদ হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে দফায় দফায় বকেয়া বিল প্রদানের তাগাদা নোটিশ দেয়া হলেও তারা বিল পরিশোধ করছে না। সংযোগ বিচ্ছিন্ন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধে আশ্বস্তও করেনি। আশ্বস্ত করলে পুনঃসংযোগ দেয়া হবে। 

এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালটি ১০০ শয্যার হলেও বরাদ্দ আসে ৫০ শয্যার। কিন্তু বিদ্যুৎ বিল আসে ১০০ শয্যার। ফলে আর্থিক সংকট দেখা দেয়। এ কারণে বকেয়া পড়েছে। 

হাসপাতালে বিদ্যুৎ বিল বাবদ চার লাখ টাকা রয়েছে। ফলে ২১ লাখ টাকার বিল মেটানো সম্ভব হচ্ছে না। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত হাসপাতালে বিদ্যুৎ সংযোগের চেষ্টা চলছে। 

টিএইচ