বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

ভারতীয় পাঁচ চোরাকারবারি আটক 

আখাউড়া  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতীয় পাঁচ চোরাকারবারি আটক 

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ভারতীয় পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী চন্ডিদ্বার ও কালিকাপুর  নামক এলাকা থেকে ৪জন এবং কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া নামক স্থান থেকে ১ জনকে আটক করে।

আটকরা হলেন, ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার, দোজন দেব বার্মা, তমে দেব বার্মা, বিমল দেব বার্মা, মো. বাদশা মিয়া, মো. হোসেন মিয়া।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে চন্ডীদ্বার ও কালিকাপুর নামক স্থান হতে চার এবং কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকির মোড়া নামক স্থান থেকে একজন ভারতীয়কে আটক করে। 

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা, চিনি পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

সুলতানপুর (৬০) বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক ভারতীয় নাগরিক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করে। 

টিএইচ