বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ সীমান্তে ৬ বাংলাদেশি আটক 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ সীমান্তে ৬ বাংলাদেশি আটক 

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশি রাজমিস্ত্রি যুবককে আটক করেছে ধর্মঘর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রোববার (২২ সেপ্টেম্বর)ধর্মঘর সীমান্ত সন্তোষপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া, একই জেলার চাকপাড়া গ্রামের রাসেল মিয়া, চুনাপুঁটি গ্রামের আব্দুল বারি, একই গ্রামের আব্দুল হালিম, চাকপাড়া গ্রামের শাহাদত হোসেন, গুনটুলা গ্রামের তুষার আলী। 

২৫ বিজিবি  ধর্মঘর কোম্পানি কমান্ডার মাসুদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা কিছুদিন আগে ভারতে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। আবার অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। 

আটকদের মাধবপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

টিএইচ