বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভালুকায় অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ছিনতাই চক্রের নারীসহ ৪ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

আটকরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা রসুলপুর এলাকার মুজিবরের মেয়ে বিথী আক্তার (৩০), ভালুকা উপজেলার গোয়ারী টেক পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে আল-আমীন (৩৫) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা এলাকার নজর আলী শেখের ছেলে শামসুল আলম শেখ (৪৫)।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে ভালুকা মডেল থানার এসআই রেজাউল করিম ও এসআই সামিউল তাদের আটক করেন। 

পুলিশ জানায়, এ চক্রটি অটোরিকশা চুরি করে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করতো। চক্রটির মহিলা সদস্য প্রথমে কৌশলে যাত্রী সেজে অটো নিয়ে পৌঁছায় একটি বাসায়। সেখানে ছদ্মবেশে অবস্থান নেয় চক্রের আরেক সদস্য। মালামাল আনার কথা বলে চালককে নিয়ে মহিলা বাসায় ঢুকতেই কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো পূর্ব থেকে অবস্থান নেয়া ওই সদস্য। 

ভালুকা মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চুরি হওয়া অটোর যন্ত্রাংশ কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (৫ মে) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

টিএইচ