শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভালুকায় অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘণ্টা ক্লাস করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৫ জুন) সকালে প্রায় পৌনে এক ঘণ্টা মহসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র গরমে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। 

জানা যায়, উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ৯ শতাধিক ছাত্রছাত্রীর নির্ধারিত মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘণ্টা ক্লাস নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। 

এতে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা বলে, স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করায় ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে মহাসড়ক অবরোধ করি। 

রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এবং হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন এমএ রশিদ। নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় অবরোধ তুলে নেয়া হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, অভিভাবকের সঙ্গে কথা বলেই বেতন বৃদ্ধির করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেয়া ও সরকারি নিয়ম অনুযায়ী স্কুল পরিচালনা করতে নির্দেশ দেয়া হয়েছে।

টিএইচ