বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভালুকায় জবরদখলীয় বনভূমি উদ্ধার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় জবরদখলীয় বনভূমি উদ্ধার 

ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে ধামশুর মৌজার ৯৭৮ দাগে জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হয়েছে। 

রোববার (২৫ জুন) হবিরবাড়ী বন বিটের বিট কর্মকর্তার নেতৃত্বে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বনবিভাগের সহকারী বন সংরক্ষক ভালুকা জোন (এসিএফ) হারুন অর-রশিদ। এ সময় হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের সকল ফরেস্ট গার্ড (বনপ্রহরী) উপস্থিত ছিলেন। 

হবিরবাড়ী বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান বলেন, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ভূমি ১১.৫৪ শতাংশের মধ্যে বনভূমি ৮.৬০ যার সবটুকুই জনৈক শামীম চৌধুরী দীর্ঘদিন যাবৎ জবর-দখল করে রেখেছিল,  আমরা জবর-দখলকৃত সম্পুর্ণ ভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করছি।

ময়মনসিংহ বনবিভাগের সহকারী বন সংরক্ষক ভালুকা জোন (এসিএফ), হারুন অর-রশিদ বলেন, এ বছর ৫০ হেক্টর বনভূমিতে চারা রোপণ করা হবে। আমাদের এই জবর দখল উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। 

টিএইচ