সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকায় মহাসড়কে অবৈধ অটোরিকশা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় মহাসড়কে অবৈধ অটোরিকশা

ময়মনসিংহের ভালুকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন দাপটের সঙ্গেই চলছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও সিএনজি অটো। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে নীবর ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ। মহাসড়কে দাপিয়ে বেড়ানো এসব যানবাহন বন্ধের নেই কোনো কার্যকরী উদ্যোগ।

হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ মাঝেমধ্যে উদ্যোগ নিলেও তা অভিযান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ থাকে। তবে অভিযান শেষ হলেই পুনরায় ওইসব যানের অধীনে চলে যায় মহাসড়ক। হাইওয়ে পুলিশের দাবি,  তারা অভিযান চালিয়ে অটোরিকশা আটক করে মামলা দিচ্ছেন, তবুও মহাসড়কে থামছে না এসব অবৈধ যান চলাচল। 

এসব তিন চাকার যান চলায় বাসস্ট্যান্ডগুলোতে যানজট লেগেই থাকে। পাঁচরাস্তা মোড়, উপজেলা পরিষদ রোডে যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব সড়কে পথচারীদের পথচলা কঠিন হয়ে উঠেছে। এতে হরহামেশাই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা-অটোরিকশা, ভ্যান ও সিএনজি অটো মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে। সড়কে এসব রিকশা-অটোরিকশাগু জটলা করে মহাসড়ক দখলে রাখে। এতে ভালুকা বাসস্ট্যান্ড, ভরাডোবা বাসস্ট্যান্ড, সিডস্টোর বাসস্ট্যান্ড ও স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে। 

পুলিশের সামনেই এসব তিন চাকার যান চলছে এবং দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করে। এতে করে দূরপাল্লার যানবাহন ও পথচারীরা পথ চলতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন কারখানা ছুটি হওয়ার পর অটোরিকশা, সিএনজি ও লেগুনাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। 

পথচারী স্কয়ার মাস্টারবাড়ী বাজারের ব্যবসায়ী হানিফ মিয়া জানান, এসব অবৈধ যানবাহনের জন্য রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। আইডিয়াল মোড় থেকে তেপান্তর পর্যন্ত মহাসড়কে সব সময় যানজট লেগেই থাকে। যানজট নিরসনে পদক্ষেপ নেয়া দরকার। 

ব্যাটারিচালিত রিকশা চালক আব্দুর রাজ্জাক জানান, সকাল হলেই রিকশা নিয়ে বের হই। আমি অন্য কোনো কাজ করতে পারি না। আমাকে রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পেটের তাগিদে তার বের হতে হয়। তিনি আরও জানান, মহাসড়কে রিকশা চালানো সমস্যা, হাইওয়ে পুলিশ রিকশা আটক করে মামলা দিয়ে দেয়। এতে অনেক ঝামেলায় পোহাতে  হয়।  

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আতাউর রহমান বলেন, অবৈধ সব যানবাহনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। 

হাইওয়ে ময়মনসিংহ রিজিওন ভালুকা এএসপি নুরুল ইসলাম সিদ্দিকী জানান, আইন অনুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ, আমরা আইন অনুযায়ী নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। বিরোধী দলের হরতাল-অবরোধ ও ইলেকশনের কারণে আমাদের অভিযান একটু স্লো হয়েছিল, ইলেকশন চলে গেছে; পুনরায় কঠিনভাবে অভিযান শুরু করব।

টিএইচ