রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকায় শ্বাসরোধে মেয়েকে হত্যার অভিযোগে মা আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় শ্বাসরোধে মেয়েকে হত্যার অভিযোগে মা আটক

ময়মনসিংহের ভালুকায় ৯ বসর বয়সী কৃত্তিকা চক্রবর্তী নামে একমাত্র মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। এ ঘটনায় মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে মডেল থানা পুলিশ। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জানা যায়, গত শুক্রবার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে দরজা বন্ধ করে লাশের পাশেই বসে ছিলো মা। 

পরে খবর পেয়ে উপজেলার মেজর ভিটা এলাকার একটি আবাসিক বাসা থেকে রাতে দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। খাগড়াছড়ি জেলার রামগর উপজেলার প্রসেনজিৎ চক্রবর্তীর একমাত্র মেয়ে। 

ভাড়া বাসায় থেকে বাবা স্কয়ার ফার্মাসিটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক অফিসার হিসেবে চাকরি করেন। ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান জানান, নিহতের মরদেহ উদ্ধার ও মা কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে। 

টিএইচ