বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভালুকায় শ্রমিক নেতার পরিবারের দায়িত্ব নিলেন এমপি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় শ্রমিক নেতার পরিবারের দায়িত্ব নিলেন এমপি

ময়মনসিংহের ভালুকায় সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দীন মারা যাওয়ার ১সপ্তাহ পর  জালালের ছোট্ট ছেলে ও পরিবারের দায়িত্ব নিলেন ভালুকা থেকে নির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। 

তিনি গত শুক্রবার পৌরসভাস্থ জালালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন ও নগদ ৫০ হাজার টাকা এবং প্রতিমাসে পরিবারের খরচের জন্য ২০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।

মরহুম জালালের স্ত্রী তাসলিমা আক্তার জানান, এমপি আমার স্বামী  হাসপাতালে অসুস্থ থাকাকালীন সময়ে সব সময় খোঁজখবর নিয়েছেন ও আর্থিক অনুদান দেন। আজ আবার তিনি আমাদের বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছেন। আমাদের নগদে ৫০ হাজার টাকা এবং প্রতিমাসে পরিবারের সংসার চালানোর জন্য ২০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়ে গেছেন। এতে আমরা অনেক উপকৃত হলাম। 

এ বিষয়ে ভালুকার এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জানান, মরহুম শেখ জালাল আ.লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। পরিবারের লোকজনদের জন্য কিছু করে যেতে পারেন নাই। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। গত কয়েকদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়ে গত মঙ্গলবার তিনি মারা যায়। 

আমি তার জানাযায় ঘোষণা দিয়েছিলাম তার পরিবারের দায়িত্ব নিবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই। আর জালালের পরিবারের জন্য সহায়তা এটা প্রতি মাসে অব্যাহত থাকবে।

টিএইচ