বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভাসমান বেডের সবজি চাষ পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

ভাসমান বেডের সবজি চাষ পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব

গোপালগেঞ্জর মুকসুদপুরে পৌরসভার লখাইরচড় গ্রামের কুমার নদীতে ভাসমান বেডের সবজি চাষ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান। শনিবার (১১ মার্চ) তিনি ভিন্ন কৃষকের প্রায় ২০টি ভাসমান বেড পরিদর্শন করেন এবং একটি ভাসমান বেডে করলার চারা রোপণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ কুমার, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার, দেবাশিষ দাস প্রমুখ। 

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না এরই ধারাবাহিকতায় কৃষি বিপ্লবের চেষ্টা চলছে। আশা করা যায় কোন জমি পতিত থাকবে না। এই ভাসমান বেডে যে ফসল ফলানো হয় এটা অনেকটা অর্গানিক পদ্ধতিতে। এখানকার সবজি খুবই পুষ্টিকর, ভেজাল মুক্ত এবং সুস্বাদু। 

টিএইচ