বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে ইভটিজিং বন্ধে শিক্ষকদের সঙ্গে ওসির মতবিনিময় 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে ইভটিজিং বন্ধে শিক্ষকদের সঙ্গে ওসির মতবিনিময় 

ইভটিজিং বন্ধে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ। 

রোববার (৪ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের অফিস কক্ষে এ মতবিনিময় করেন। এ সময় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র পাল, আব্দুস সালাম, আকরাম হোসেনসহ সকল শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন। 

ওসি আহসান উল্লাহ বলেন, মাদক ও ছাত্রী উত্যাক্ত বন্ধে পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। বিদ্যালয়গুলোতে পুলিশ সবসময় টহল দিবে। পরিশেষে বিদ্যালয়ের স্বার্থে  শিক্ষকদের সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

টিএইচ