সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর

টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে।

এ ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য একনজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। সকালে গোয়ালঘর থেকে বাছুরকে বের করার সাথে সাথেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খেতে শুরু করে। নিজ চোখে এমন দৃশ্য দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে শাহ জাহান তালুকদারের বাড়িতে। 

তবে আশ্চর্যের বিষয় ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে না দিয়ে খেতে দিচ্ছে বাছুরটিকে।

কৃষক শাজাহান তালুকদার ও তার স্ত্রী বলেন- গত রমজান মাস থেকে গাভীর বাছুরটি আমার একটি ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জানান তারা।

এ বিষয়ে ভূঞাপুর প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন- সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরটিকে দুধ খাওয়াতে পারে। এরূপ ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে বলে জানান তিনি।

টিএইচ