বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে জেলা প্রশাসক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ভূঞাপুরে জেলা প্রশাসক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। 

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে ভূঞাপুর সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। দুই দলের যুক্তি তর্ক উপস্থাপন ভূঞাপুর সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেন। 

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। 

এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম ও উপজেলা নির্বাহী অফিসার মো. হামিদুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ