সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে নবনির্বাচিতদের সংবর্ধনা 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে নবনির্বাচিতদের সংবর্ধনা 

টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন। ভূঞাপুর ইউএনও মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মোছা. সাদিয়া আফরিন খানম লোপা, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস ছোবহান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকুসহ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম।

টিএইচ