বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন 

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। শনিবার (১২ অক্টোবর) উপজেলার শিয়ালকোল ঋষিপাড়া কালীমন্দির, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও ফলদা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরফুদ্দীন, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিরঞ্জন চন্ডীদাস প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার বলেন- সারাদেশের ন্যায় টাঙ্গাইলের হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের অনুষ্ঠান উদ্যাপন করছেন। এর আগে পূজা উদ্যাপন কমিটির লোকদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হয়ে জনগণের পাশে আছে এবং থাকবে। 

টিএইচ