সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে মাওলানা সাঈদীর জন্য দোয়া করা ইমামকে চাকরিতে পুনর্বহালের দাবি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে মাওলানা সাঈদীর জন্য দোয়া করা ইমামকে চাকরিতে পুনর্বহালের দাবি

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর পেয়ে তার জন্য দোয়া ও ফেসবুকে পোস্ট দেয়ায় মসজিদ থেকে বের করে দেয়া হয় খতিব মাওলানা সাখাওয়াত হোসেনকে।

তাকে এখনো চাকরিতে বহাল না করায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তাকে শিগগিরই খতিবের দায়িত্বে ফিরিয়ে আনা হবে জানান মসজিদ কমিটির সভাপতি। 

জানাযায়, মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিবিএ পাথাইলকান্দি জামে মসজিদের খতিব। সাড়ে তিন বছর আগে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। 

গত বছরের ১৪ আগস্ট আল্লামা সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট ওপরে জুম্মার নামাজের পর মাগফেরাত কামনায় দোয়া করেন এই খতিব। এতে ক্ষুব্ধ হয়ে তাকে খতিবের দায়িত্ব থেকে তাৎক্ষণিক সরিয়ে দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা ছোট আব্দুল হাই। মসজিদ এলাকায় আর কখনও আসলে দেখে নেয়ার হুমকিও দেন স্বৈরাচারের এই দোসর। 

স্থানীয় মুসল্লীরা বলেন- মুফতি সাখাওয়াত হোসেন একজন ভালো আলেম ও ভালো মনের মানুষ। তার উপর অন্যায় করা হয়েছে। মসজিদ কমিটির কাছে দাবি তাকে যেন আবার খতিবের দ্বায়িত্বে বহাল করা হয়। 

খতিব মুফতি সাখাওয়াত হোসেন বলেন-আল্লামা সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট ও তার জন্য দোয়া করায় মসজিদ কমিটি সম্পাদক আমাকে মসজিদের খতিবের দ্বায়িত্ব পালন করতে নিষেধ করেন এবং মসজিদ থেকে বের করে দেন। আমার প্রতি জুলুম করা হয়েছে। 

মসজিদ কমিটি সভাপতি আলহাজ মহির উদ্দিন তালুকদার মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের রোষানলের কথা স্বীকার করে বলেন- মুফতি সাখাওয়াত হোসেনের ওপর জুলুম করা হয়েছে। তাকে পুনরায় খতিবের দ্বায়িত্বে ফিরিয়ে আনা হবে।

টিএইচ