শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ের প্রভাবে কিশোর কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসা মাঠে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সহযোগিতায় কামাত আঙ্গারীয়া যুব কল্যাণ সংস্থা এই সেমিনারের আয়োজন করে।

উপজেলার পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ইউএনও গোলাম ফেরদৌস, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ইউপি সদস্য আব্দুল লতিফ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মহাদেব যুব সমাজ কল্যাণ সংস্থার টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, কামাত আঙ্গারীয়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মঈন উদ্দিন মিঠু ও সম্পাদক আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুর প্রাইম মেডিকেল কলেজের গাইনী ও অবস্ বিভাগের সাবেক মেডিকেল অফিসার ডা. আরমানা জেবিন কান্তা প্রধান আলোচক হিসেবে বাল্যবিয়ের ফলে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারে দেড় শতাধিক কিশোর কিশোরী অংশ গ্রহণ করে। এসময় বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

টিএইচ