বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভেদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ  

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ  

শরীয়তপুরের ভেদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি এমএ রেজা ডিগ্রি কলেজ মাঠে ১৪টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গত মঙ্গলবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ০২ গোলে হারিয়ে সখিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বিজয়ী হয়। 

ভেদরগঞ্জ ইউএনও মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার মো. সালা্হউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. ওয়াছেল কবির গুলফাম, বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দীন, সরকারি এমএ রেজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পুরুষ ভাইস-চেয়ারম্যান আজহারুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসনা আনোয়ার প্রমুখ। 

ধারাভাষ্যকারে ছিলেন  আরশিনগর ইউপি সদস্য মো. মাহমুদুল হাসান সুজন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার মো. আলী হোসেন।

টিএইচ