সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৩-৩৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও  আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামিমুল ইসলাম ছানা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল ফিরোজ আলী মৃধাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

টিএইচ