শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় ক্ষতিগ্রস্ত পান চাষিদের মধ্যে চেক বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় ক্ষতিগ্রস্ত পান চাষিদের মধ্যে চেক বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিকে এক কোটি ৬৪ লাখ টাকার  চেক দেয়া হয়। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টায় ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বি জে এম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসনের ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর  আয়োজিত কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পানচাষির মধ্যে এক কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।  

এর মধ্যে অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত ১৩ জন পানচাষিকে ৪০ হাজার টাকা, ১১০ জনকে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা, ২১৯ জনকে ১০ হাজার টাকার চেক দেয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ, অতিথি ছিলেন  কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা  উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসীন আলম মুরাদ, জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা,   বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ