বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় দুস্থ মহিলাদের মধ্যে চেক বিতরণ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় দুস্থ মহিলাদের মধ্যে চেক বিতরণ 

কুষ্টিয়ার ভেড়ামারা ভাই ও দুস্থ মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়। বুধবার (৩১ মে) অডিটোরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে মিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ভেড়ামারা উপজেলার ১৭ জন অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে চার লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আক্তারুজ্জামান মিঠু বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ  ইন্দোনেশিয়া, ভেড়ামারা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ