বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রোববার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ভেড়ামারা  উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুতুব উদ্দিন আহমেদ আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি, তিনি বলেন, আমরা আজকে ভেড়ামারাতে এসেছি আমাদের নেতা বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের মিশন নিয়ে এসেছি আগামীতে কীভাবে দল চলবে কীভাবে দল গঠন হবে। এখন থেকে সাধারণ জনগণের কথা শুনে কমিটি হবে। কোনো পকেট কমিটি হবে না।

 তারেক জিয়ার নির্দেশে যে ৩১ দফা দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে আপনারা সাধারণ মানুষের কাতারে গিয়ে তারেক জিয়ার সালাম পৌঁছে দিবেন । এবং আজ থেকে ভেড়ামারা উপজেলা বিএনপি ও ভেড়ামারা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। খুব দ্রুত আমরা ভেড়ামারা উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হবে। 

প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি,  কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক এমপি  ও সাবেক  কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, তিনি বলেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি আদর্শের দল। এই দল হারিয়ে যাওয়ার দল না এই দল হারিয়ে যাওয়া দল না। 

আজকে শহীদ জিয়ার সুসন্তান বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাল ধরেছে। বিশেষ অতিথি ছিলেন ফরিদা ইয়াসমিন সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী  চৌধুরী সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিহাবুল ইসলাম।

টিএইচ