কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাক্টর চালক মামুন মিয়াকে মারধর করে হাত কেটে ফেলার অভিযোগে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে প্রধান আসামি করে আ.লীগসহ অঙ্গ সংগঠনের ৫৮ নেতাকর্মীর নামে আহত মামুন বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন।
মামলা সূত্রে জানাযায় গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে প্রধান আসামি করে ৫৮ জনের নামোল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়।
এ তথ্য জানিয়েছেন মামলার বাদী আহত মামুন মিয়া। মামুন মিয়া একজন দিন মজুর। সে পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার হাজী রাজা মিয়া বাড়ির জাহের মিয়ার ছেলে।
এ বিষয়ে মামলার বাদী মামুন মিয়া বলেন, গত ১৯ জুলাই ঢাকা-সিলেট মহাসড়ক শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ নেতাদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে আ.লীগ নেতারা এক পর্যায়ে আমাদের জগন্নাথপুর গ্রামে ঢুকে যায়। তাদের আমাদের গ্রামবাসীসহ প্রতিহত করতে আমি গেলে আমাকে দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়।
টিএইচ