রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে নাটালের ডাক বাংলো কন্ট্রোল রুমে আগুন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে নাটালের ডাক বাংলো কন্ট্রোল রুমে আগুন

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে (সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু) নাটাল ডাক বাংলোর প্যানেল বোর্ড ও কন্ট্রোল রুম আগুনে পুড়ে যায়। গত রোববার দিবাগত রাতে আগুনের এ ঘটনা ঘটে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন এই তথ্য নিশ্চিত করেন। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা। প্যানেল বোর্ড কন্ট্রোল রুম একসঙ্গেই রুমের ভিতরে ছিলো। ধারণা করা হয় তীব্র তাপদাহের প্রভাবে প্যানেল বোর্ড অতিরিক্ত গরম হয়ে এ ঘটনা ঘটেছে।

টিএইচ