সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে যুবলীগ নেতার হাত ভাঙায় মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে যুবলীগ নেতার হাত ভাঙায় মামলা

কিশোরগঞ্জের ভৈরবে যুবলীগ নেতার দুই হাত ভেঙে গুরুতর আহত করার ঘটনায় ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন আহতের স্ত্রী মাহিয়া ইসলাম। মামলায় অজ্ঞাত রয়েছে আরও ১৫-২০ জন। গত সোমবার রাতে এই মামলা করা হয়। 

মামলায় অভিযুক্তরা হলেন— পলতাকান্দা এলাকার মজিবুর রহমানের ছেলে হামজা (২৪) ও সাবি মিয়া (২২), মাহিন ছিদ্দিকীর ছেলে সাদাফ (২২), মিজান ছিদ্দিকীর ছেলে স্বাধীন হায়া (২৩), পটল মিয়ার ছেলে সোহান মিয়া (২৪), মনা মিয়ার মেয়ের জামাতা আবুল কালাম (৫৫), আবুল কালাম মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২৫), ইসমাইল (২৩), সাত্তার মিয়ার ছেলে শরীফ মিয়া (২৮), মোবারক মিয়ার ছেলে কাদির মিয়া (৩৬), কালিপুর এলাকার কালা মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৮)সহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে এই মামলা করা হয়। 

আহত যুবলীগ নেতা শেহজাদ হাসান নাঈম (৩২) পৌর শহরের পলতাকন্দা এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে।  নাঈম ভৈরব পৌর শহরের ১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ভৈরব নৈশ মৎস্য আড়ৎ ব্যবসা সমবায় সমিতির পরিচালক। 

পৌর ছাত্রলীগের সভাপতি সালেহ রহমান মিকদাত জানান, একটি মাছের ঘের নিয়ে কালাম নামের এক লোকের সঙ্গে তার বিবাদ আছে। এর জেরে হামলা হতে পারে।

ভৈরব থানার  ওসি মোহাম্মদ মাকছুদুল আলম মামলার সত্যতা স্বীকার করে বলেন, গত ৫ জুন রাতে আহতের স্ত্রী ১১ জনের নাম উল্লেখ্য ও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ তৎপর রয়েছে।

টিএইচ