সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরব থানার মাকছুদুল আলম তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব থানার মাকছুদুল আলম তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

কিশোরগঞ্জ জেলায় পরপর তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম। মাদক, চুরি-ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করায় তৃতীয় বারের মতো তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

গত শনিবার কিশোরগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মাকছুদুল আলমের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইনসহ জেলার সকল থানার ওসি।

কিশোরগঞ্জ জেলার ১৩টি থানার মধ্যে ভৈরব থানার ওসি শ্রেষ্ঠ হওয়ায় সুধী সমাজের লোকজন ওসি মাকছুদুল আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম জানান, ভৈরব থানায় দায়িত্ব নেয়ার পর থেকে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট, পুলিশি টহল জোরদারসহ বিভিন্ন মাদক কারবারিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ অব্যহত রয়েছে। 

টিএইচ