শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা শাখার আমির মাও. শামশুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাও. মো. আবুজার গিফারী। 

বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার নায়েবে আমির ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা অ্যাসিসটেন্ট সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আনোয়ার হোসেনর সঞ্চালনায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবীর গোলাপ, ভোলাহাট উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা শাখার নায়েবে আমির মো. তৌহিদুর রহমানসহ অন্যরা। 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাও. ক্বারী মো. আলাউদ্দিন। 

টিএইচ