শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

ভোলায় পুলিশে চাকরি পেলো ৪৫ তরুণ-তরুণী

ভোলা প্রতিনিধি

ভোলায় পুলিশে চাকরি পেলো ৪৫ তরুণ-তরুণী

ভোলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৫ জন তরুণ-তরুণী নিয়োগ পেয়েছেন মাত্র ১৬৫ টাকা খরচ করে। জেলা পুলিশ সুত্র জানায় পাঁচটি ধাপে যাচাই বাছাই ও পরীক্ষা শেষে সরকারি চাকরি পান তারা।

গত শনিবার রাতে এ পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানান, নিয়োগের সকল ধাপেই স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। মাত্র ১৬৫ টাকা খরচ করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া কাউকে এক টাকাও বাড়তি খরচ করতে হয়নি। কোনো প্রকার ঘুষ বা অর্থনৈতিক হয়রানি ছাড়াই চাকুরি পাওয়া খুশি অভিভাবকরাও।

টিএইচ