সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ভোলায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া পাকার মাথা বাজার নামক স্থান থেকে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলালকে আটক করেছে র্যাব-৮। গত বৃহস্পতিবার রাতে র্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্পের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই দিন বেলা ৩ টায় ক্যাম্প কমান্ডার, অস্থায়ী র্যাব ক্যাম্প, এএসপি মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে ধনিয়া পাকার মাথা বাজার নামক স্থানে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৯৭ ধারায় ০৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড, ১০হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত ডাকাতি মামলার পলাতক আসামি দুলালকে আটক করা হয়। 

আটক দুলাল ঢাকা কেরানীগঞ্জ থানার ফতেহনগর এলাকার সোহরাব হোসেনের ছেলে। 

টিএইচ