সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভোলায় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

ভোলায় ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড, তিন দিনব্যাপী বিশেষ এ কর্মসূচি গ্রহণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এছাড়া ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও চিকিৎসা সেবাও দিয়েছে কোস্ট গার্ড।

 বৃহস্পতিবার (৩০ মে) কোস্টগার্ডে দক্ষিণের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ লে. বিএন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এই কর্মসূচির আওতায় কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ১১নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে ত্রাণ হিসাবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল ও চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকে। সামপ্রতিক ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ কোস্টগার্ড সকল উপকূল এলাকায় সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযান সমূহকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ, জেলেদের সমুদ্রের গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলকে আশ্রয় কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে।

টিএইচ