শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ভোলায় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানালেন এসপি

ভোলা প্রতিনিধি

ভোলায় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানালেন এসপি

ভোলায় ১০ থানায় সোমবার (১২ আগস্ট) থেকে পুলিশের টহল ডিউটিসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দিতে দেখা গেছে। 

দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও, সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থী ও বিভিন্ন সেচ্ছাসেবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। 

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলার ৭ উপজেলা ৭ ও  চরফ্যাশন উপজেলায় ৩ থানা, ১০ টি পুলিশ তদন্ত কেন্দ্র ও ১টি ফাঁড়ীসহ মোট ২১টি কেন্দ্রে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত কয়েদিন পুলিশ শুধু থানা অভ্যন্তরে সীমিত পরিসরে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। থানাগুলোতে পুলিশের সার্বিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

এদিকে গত ৬ দিন ধরে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। 

মাহিদুজ্জামান জানান, দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করে গত কয়েকদিন ধরে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিকের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। 

এজন্য তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে সব কিছু সম্ভব, তাই জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

টিএইচ