শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভোলায় হাত-পা বাঁধা মরদেহ উদ্বার

ভোলা প্রতিনিধি

ভোলায় হাত-পা বাঁধা মরদেহ উদ্বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন গাজী বাড়ির পাশের সুপারি বাগান থেকে এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার কুতবা ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন গাজী বাড়ির পাশের সুপারি বাগানের মধ্যে উঁচু গাছের ডালে মো. আরিফ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বোরহানউদ্দিন থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছে না কেউ।

এদিকে নিহত আরিফের খালাতো ভাই হেলাল জানান, গত সোমবার রাতে সে ঢাকা থেকে বাড়িতে আসে, বাড়িতে এসে তার মায়ের সাথে দেখা করে রাতের খাবার না খেয়েই রাতে বাসা থেকে বেড়িয়ে যায়, সারারাত আর সে বাসায় ফিরেনি, পরে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে আমার খালা (নিহতের মা) ফজরের নামাজ পরে বাড়ির পাশে গেলে, পাশের সুপারি বাগানে সৃষ্টি গাছের ওপরে ঝুলন্ত অবস্থায় আরিফের মরদেহ দেখতে পেয়ে ঢাক চিৎকার করলে স্থানীয়রা এসে হাত-পা বাঁধা অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। 

হেলাল আরও জানান, এটি আত্মহত্যা হতে পারে না, আমরা সন্দেহ করছি এটি একটি হত্যাকাণ্ড। তাই আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মৃত মো. আরিফ কুতবা ১নং ওয়ার্ডের গাজী বাড়ির মৃত সিদ্দিক গাজীর ছেলে।

নিহত আরিফ ঢাকায় লাইটিং হাউজে কাজ করতো বলে জানায় তার মা হোসনেয়ারা বেগম।  মা ভাই বোনসহ পাঁচ সদস্যের পরিবার তাদের। তারা চার ভাই ও এক বোন সে পরিবারের ছোট ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. শাহিন ফকির আমার সংবাদকে জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  

টিএইচ