শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ভোলায় ৪৭ জন দুরারোগ্য রোগে আক্রান্তদের মধ্যে চেক বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় ৪৭ জন দুরারোগ্য রোগে আক্রান্তদের মধ্যে চেক বিতরণ

ভোলার সদর উপজেলায় ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন দুরারোগ্যে রোগে আক্রান্ত ৪৭ রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কোবিরসহ অন্যরা।

এ সময় ক্যান্সারে আক্রান্ত ৩১ জন, কিডনি রোগে ৪ জন, স্ট্রোকে প্যারালাইজ ৪ জন, জন্মগত হূদরোগী ৫ জন ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩ জনসহ মোট ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিরা।

জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক জানান, জেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কিস্তির জন্য ১৫১ জন রোগীর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সদরের ৪৭ জন, দৌলতখানে ১৯, বোরহানউদ্দিনে ২২, তজুমদ্দিনের ৭, লালমোহনে  ২৪, চরফ্যাশনে ২৪ ও মনপুরায় ৮ জন রোগী রয়েছে। খুব শিগগিরই অন্য উপজেলা এসব চেক বিতরণ শুরু করা হবে।

টিএইচ