বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ার ইউএনও জেলার শ্রেষ্ঠ নির্বাচিত 

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ার ইউএনও জেলার শ্রেষ্ঠ নির্বাচিত 

মঠবাড়িয়া ইউএনও আবদুল কাইয়ূম পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম মঙ্গলবার (১৬ জুলাই) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

জানা গেছে, গত রোববার পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের বার্ষিক কর্মপরিকল্পনা ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। 

এতে পিরোজপুর জেলার সাতটি উপজেলার ইউএনও এবং জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ সভায় গত এক বছরের দায়িত্ব ও কর্মের বিবেচনায় মঠবাড়িয়া ইউএনও আবদুল কাইয়ূম শ্রেষ্ঠত্ব অর্জন করেন। 

৩৫তম বিসিএস ক্যাডার আবদুল কাইয়ূম গতবছর ২৯মে মঠবাড়িয়ায় উপজেলা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

টিএইচ