সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
কৃষিযন্ত্র হারভেস্টার মেশিন বিতরণে অনিয়ম 

মঠবাড়িয়ার কৃষি কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ার কৃষি কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

তিন লাখ টাকা ও প্রয়োজনীয় কগজপত্র জমা নিয়েছেন। কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে ফটোসেশনও করা হয়েছে। মেশিন নষ্ট, সার্ভিসিং করে দেয়া হবে, কিন্তু মেশিন না দিয়ে হুমকি ও হয়রানি করেন সংশ্লিষ্ট বিভাগ। 

এমন অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ ৫ জনের বিরুদ্ধে সোমবার (২৯ মে) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (এমপি- ৫২৭/২৩) করেন মো. বাবুল তালুকদার (৫০) নামে এক প্রান্তিক কৃষক। তিনি উপজেলার গুলিশাখালী গ্রামের মৃত. মো. আমজেদ আলী তালুকদারের ছেলে। 

মামলার অন্য আসামিরা হলেন- কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন আমদানিকারক প্রতিষ্ঠান “বাংলা মার্ক গ্রুপ” এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, বরিশাল জোনাল অফিসার কাজী ফরহাদ হোসেন, প্রকৌশলী সুজন ও মার্কেটিং অফিসার ইদে আমীন।

আদালতের বিচারকি হাকিম মো. কামরুল আজাদ মামলাটি আমলে নিয়ে পিরোজপুর জেলা কৃষি কর্মকর্তাকে আগামী ২৭ জুনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আইনজীবী অ্যাড. ইমাম হোসেন টুটুল বিষয়টি জানিয়েছেন।

এব্যপারে “বাংলা মার্ক গ্রুপ” এর বরিশাল জোনাল অফিসার কাজী ফরহাদ হোসেন বলেন, টাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই। মেশিং সার্ভিসিং করে দেয়ার কথা থাকলে আমারা সার্ভিসিং করে তাকে (বাবুল তালুকদার) ফেরৎ দেয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযাগ অস্বীকার করে বলেন, প্রান্তিক কৃষক ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে চুক্তিপত্র বা অর্থনৈতিক লেনদেন থাকে। আমি সরকারি কর্মচারী হিসেবে মধ্যস্থতাকারী মাত্র। এখানে আমার সে ধরণের কোন সংশ্লিষ্টতা নেই।

টিএইচ