শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ার মুন্নী হত্যামামলার পলাতক আসামি গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ার মুন্নী হত্যামামলার পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাল্যবিয়ের শিকার ২০ দিনের মাথায় লামিয়া আক্তার মুন্নি (১৫) নিহত হবার ঘটনায় মামলা হয়েছে।

এ মামলার পলাতক আসামি নিহতের শ্বশুর সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম সরদারকে (৪৭) গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে গত রোববার রাতে মঠবাড়িয়া থানায় হাজির করা হয়। গ্রেপ্তার শহীদুল উপজেলার বড় হারজী (টাক বাজার) গ্রামের লাল মিয়া সরদারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবার বিবাহ বিচ্ছেদের ৫ বছর পর রশি টানাটানির কারণে দশম শ্রেণিতে পড়ুয়া লামিয়া আক্তার মুন্নির সম্প্রতি বড় হারজী গ্রামে ওই শহীদুল ইসলাম সরদারের কলেজ পড়ুয়া ছেলে হাসানের (১৯) সাথে বিয়ে হয়। বিয়ের মাত্র ২০ দিনের মাথায় গত ২০ মার্চ মুন্নিকে তার শ্বুশুর বাড়ির লোকজন মারধর করে। 

পরে গুরুতর আহত মুন্নিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে গভীর রাতে মুন্নীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে তার শ্বশুর বাড়ির লোকজন লাশ ফেলে রেখে পালিয়ে যায়। 

এঘটনায় নিহত মুন্নির মা শাহিদা বেগম বাদী হয়ে ২৩ মার্চ মঠবাড়িয়া থানায় মেয়ের শ্বশুর শহীদুল ইসলাম ও জামাত হাসান সরদারসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। শাহিদা বেগম উপজেলার ভেচকি গ্রামের শহিদুল ইসলাম জমাদ্দারের মেয়ে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত মুন্নির শ্বশুর শহীদুল ইসলাম সরদার টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শহীদুলের ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ