শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় অধুনিক একাডেমিক স্কুল ভবন উদ্বোধন 

মঠবাড়িয়া প্রতিনিধি 

মঠবাড়িয়ায় অধুনিক একাডেমিক স্কুল ভবন উদ্বোধন 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নে নব নির্মিত কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১০ জুন) সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এ স্কুল ভবন নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমত আরা খানের সভাপতিত্বে আরও, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম, ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলী আহাদ, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ড. মো. রুস্তুম আলী ফরাজি কলেজের প্রভাষক আবুল বাশার ফরাজি, কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার হালদার প্রমুখ। 

এসময় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা গণ মাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

টিএইচ