বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় গণস্বাক্ষরকৃত কাগজ ছিনিয়ে নেয়ার অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় গণস্বাক্ষরকৃত কাগজ ছিনিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৬নং মডেল প্রাথমিক সরকারি বিদ্যালয়ের অভিভাবকদের কাছ থেকে গণস্বাক্ষরকৃত কাগজ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকরা গণস্বাক্ষর করে ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল শুক্রবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিভাবকের মধ্যে রুমানা বেগম, পাপরী আক্তার, নিবেদীতা রানী, ফেরদৌসী জাহানসহ অর্ধ শতাধিক নারীরা জানান, এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে সম্প্রতি কর্তৃপক্ষ বদলী করেন। তার শিক্ষানীতি ভালো হওয়ায় আমরা তাকে পুনরায় এই স্কুলে ফিরিয়ে আনার জন্য গণস্বাক্ষর তুলছিলাম। যা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। 

বিষয়টি সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম টের পেয়ে গত ১২ জুন রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযুক্ত সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেন নি। ইউএনও আবদুল কাইয়ূম বলেন, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ