বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় জালিয়াতির অভিযোগে আইনজীবীর সহকারীকে কারণ দর্শানোর নোটিশ

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ায় জালিয়াতির অভিযোগে আইনজীবীর সহকারীকে কারণ দর্শানোর নোটিশ

পিরোজপুরের  মঠবাড়িয়ায় ভাড়ায় থাকতে এসে নিজ নামে জমি দখল করা ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে জসিম প্যাদা নামের এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে। 

তবে আদালত আসামিদের জামিন দিয়েছেন এবং আইনজীবী সহকারী জসীম প্যাদা ওরফে জসীম হাওলাদার জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে তাকে (জসীম প্যাদা) কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন আইনজীবী নিজাম উদ্দিন জাকির। 

এদিকে জসীম প্যাদা তার প্রতিপক্ষদের (আসামি) জামিনের বিষয় কোন মন্তব্য না করলেও বিচারক সম্পর্কে করা সমালোচনা করেছেন। জসীম প্যাদা বলেন, ম্যাজিস্ট্রেট আমার ওপর জুলুম করে আদেশ দিয়েছেন। ম্যাজিস্ট্রেট শোকাজ খাবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার টিকিকাটা ইউনিয়নের পাঁচশত কুড়া গ্রামের বাসিন্দা নূরুল হক (হাওলাদার) প্যাদার ছেলে আইনজীবী সহকারী জসীম প্যাদাকে ৪-৫ বছর আগে বাড়ি ভাড়া দেন পূর্ব সেনের টিকিকাটা গ্রামের নিজামগং। 

এরপর কৌশলে জসীম প্যাদা ওই জমির কাগজ-পত্র তৈরি করেন। এ সময় বাড়ি ভাড়া টাকা চাওয়া ও বাড়ি ছেড়ে দেয়ার কথা উঠলে জসিম প্যাদা ওই জমি ও বাড়ির মালিকানা দাবি করে নিজাম গংদের বিরুদ্ধে একটি মামলা (নং ৩৪১/২১) দায়ের করেন। সেই মামলায় নিজাম গংদের লোকজন বেশ কিছুদিন যাবত জেল খেটেছেন।

স্থানীয়দের আরও অভিযোগ জসিম প্যাদা আইনজীবীর সহকারী হওয়ায় এলাকার বিভিন্ন মানুষকে মিথা মামলা দিয়ে হয়রানি করছেন। অপরদিকে তার স্ত্রী লিলি বেগম নিজেকে সরকার দলীয় নেত্রী পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আসছেন।

অভিযুক্ত আইনজীবী সহকারী জসিম প্যাদা প্রভাব ও ভয়ভীতির বিষয়টি অস্বীকার করে বলেন, ম্যজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে উচ্চ আদলতে আপলি করেছি। মামলা চলমান রয়েছে।

টিএইচ