সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি 

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের হাতে ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত কালাম হাওলাদার গ্রেপ্তার হয়েছে। মঠবাড়িয়া থানার এসআই আরিফুর রহমান গত সোমবার রাতে উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কালাম  সূর্যমনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩১ আগস্ট মঠবাড়িয়া থানার তৎকালীন ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশ জানতে পারে স্থানীয় কুমিরমারা গ্রামের মো. আজিজ হাওলাদারের বাড়ির পশ্চিম পার্শ্বে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। 

এ ঘটনায় তাৎক্ষনিক থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে আয়নাল মাল ও রাসেল শিকদার নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এ ঘটনায় এসআই রাসেল মোল্লা বাদি হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার কালাম হাওলাদার একজন পেশাদার ডাকাত তাকে মঙ্গলবার  (১২ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে। আন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ