সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় তিন মাদককারবারি আটক

মঠবাড়িয়া (পিরোজপুর ) প্রতিনিধি

মঠবাড়িয়ায় তিন মাদককারবারি আটক

পিরোজপুর জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন।  

আটকরা হলেন- উপজেলার জানখালী গ্রামের মো. শাহআলম হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (২২), তেতুলতলা গ্রামের মৃত্যু বাদশা হাজীর ছেলে আবু ছালেহ (৩০) ও পৌর শহরের ১নং ওয়ার্ড বহেরাতলার লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫)।

ওসি ডিবি মো. আসলাম উদ্দিন জানান,  নিয়মিত মাদক উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে উপজেলার জানখালী, তেঁতুল তলা ও পৌর শহরের বহেরাতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। 

সুচতুর মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও হাসিব হাওলাদারকে ১০ ইয়াবা, আবু ছালেহকে ২‘শ ৫০ গ্রাম ও আলমগীর হোসেনকে ২‘শ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। তিনি আরও বলেন শনিবার রাতেই আটক ৩ মাদক কারবারিকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান,  এঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পৃথক ৩টি মামলা করেছে। রোববার (১০ সেপ্টেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ