সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার 

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার 

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীর বন্ধু সজিব চাপরাশীকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। 

গ্রেপ্তার সজিব চাপরাশী উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আ. কুদ্দুস চাপরাশী ছেলে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামীর সঙ্গে সজিব চাপরাশী রাজমিস্ত্রীর কাজ করে। সেই সুবাদে সজিব তাদের বসত বাড়িতে আসা যাওয়া করতো। 

গত বুধবার তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সজিব চাপরাশী পালিয়ে যায়। 

এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার (২১ নভেম্বর) মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় এবং আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

টিএইচ