সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগ 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগ 

পিরোজপুরের মঠবাড়িয়ায় রুস্তম আলী শরীফ নামে এক ব্যক্তির জমির গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

এ ঘটনায় তিনি একই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ৭জন নামীয় এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলে মঙ্গলবার (২২ অক্টোবর) জানিয়েছেন। 

রুস্তম শরীফ উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত বারেক শরীফের ছেলে। আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানা পুলিশকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। অচিরেই তদন্তপূর্বক প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।

টিএইচ